রচনা কাকে বলে? রচনা লেখার নিয়ম কি? (Composition in Bengali)

কোনো ব্যক্তি, প্রাণী বা ঘটনা সম্পর্কে মনের ভাব সাজিয়ে, গুছিয়ে সুন্দর করে লেখাকে রচনা (Composition) বলে।


রচনা লেখার নিয়ম (Principle of composition writing)

১। রচনা লেখার বিষয়টি ভালভাবে চিন্তা করতে হবে।

২। রচনাটির বিষয়টি সহজ, সরল ও বোধগম্য হতে হবে।

৩। রচনা লেখার সময় সাধু ও চলিত ভাষা মিশ্রিত করা যাবে না।

৪। বানান যাতে ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫। রচনা লেখা শেষ করে কমপক্ষে একবার পড়ে নিতে হবে।


রচনার প্রকারভেদ (Types of composition writing)

রচনা কয়েক ধরনের হয়। যথা :

১। বর্ণনামূলক রচনা : যেমন– গরু, বিড়াল, কুকুর, চা, ধান, পাট ইত্যাদি।

২। ঘটণামূলক রচনা : স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নৌকা ভ্রমন ইত্যাদি।

৩। ভাবমূলক রচনা : সত্যবাদিতা, চরিত্র, অধ্যবসায় ইত্যাদি।


আরো পড়ুনঃ-

১। সারমর্ম কাকে বলে? সারমর্ম লেখার নিয়ম কি?

২। ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব-সম্প্রসারণ লেখার কৌশল লিখ।

৩। সারমর্ম কাকে বলে? সারমর্ম লেখার নিয়ম কি?

৪। পত্র বা চিঠি কাকে বলে? পত্র কত প্রকার ও কি কি? (Epistle or Letter in Bengali)

৫। মানপত্র কাকে বলে? মানপত্র লেখার নিয়ম কি? (Honor letter in Bengali)

৬। পারিভাষিক শব্দ কাকে বলে? পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও গুরুত্ব।

৭। অনুবাদ কাকে বলে? অনুবাদ করার নিয়ম কি? (Translation in Bengali)

৮। ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব-সম্প্রসারণ লেখার কৌশল লিখ।