চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি, নবম ও দশম শ্রেণির রসায়ন প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কে সর্বপ্রথম পর্যায় সারণি তৈরি করেন?

উত্তর : রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ সর্বপ্রথম পর্যায় সারণি তৈরি করেন।


প্রশ্ন-২. পর্যায় সারণিতে কয়টি গ্রুপ আছে?

উত্তর : পর্যায় সারণিতে 18টি গ্রুপ আছে।


প্রশ্ন-৩. পর্যায় সরণির আানুভূমিক সারিগুলোকে কী বলে?

উত্তর : পর্যায় সরণির আানুভূমিক সারিগুলোকে পর্যায় (Period) বলে।


প্রশ্ন-৪. পর্যায় সারণির উলম্ব রেখাগুলোকে কী বলা হয়?

উত্তর : পর্যায় সারণির উলম্ব রেখাগুলো গ্রুপ (group) বলে।


প্রশ্ন-৫. Rb ধাতুর অবস্থান কোন গ্রুপে?

উত্তর : Rb ধাতুর অবস্থান 1A গ্রুপে।


প্রশ্ন-৬. নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?

উত্তর : নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 7 টি।


প্রশ্ন-৭. Ne, Ar গ্যাসগুলো কোন গ্রুপে অবস্থিত?

উত্তর : Ne, Ar গ্যাসগুলো ‘শূন্য’ গ্রুপে অবস্থিত।


প্রশ্ন-৮. F, Cl, Br মৌলগুলো কোন গ্রুপে অবস্থিত?

উত্তর : F, Cl, Br মৌলগুলো VIOLA  গ্রুপে অবস্থিত।


প্রশ্ন-৯. ধাতুর অক্সাইডগুলো কোন প্রকৃতির?

উত্তর : ধাতুর অক্সাইডগুলো ক্ষারকীয়।


প্রশ্ন-১০. অধাতুর অক্সাইডগুলো কোন প্রকৃতির?

উত্তর : অধাতুর অক্সাইডগুলো অম্লীয়।


প্রশ্ন-১১. সিজিয়াম কোন পর্যায়ে অবস্থিত?

উত্তর : ষষ্ঠ পর্যায়ে।


প্রশ্ন-১২. পর্যায় সারণিতে তেজস্ক্রিয় মৌল কয়টি আছে?

উত্তর : পর্যায় সারণিতে মোট 14টি তেজস্ক্রিয় মৌল আছে।


প্রশ্ন-১৩. পর্যায় সারণির ৩য় পর্যায়ের মৌল কয়টি?

উত্তর : 8টি।


প্রশ্ন-১৪. একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলের ধাতব ধর্মের কী পরিবর্তন হয়?

উত্তর : একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলের ধাতব ধর্ম হ্রাস পায়।


প্রশ্ন-১৫. ইলেকট্রন বিন্যাস কাকে বলে?

উত্তর : কোন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কতটি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে।


প্রশ্ন-১৬. ক্ষার ধাতু কাকে বলে?

উত্তর : পর্যায় সারণিতে গ্রুপ-১ এ অবস্থিত মৌলসমূহকে ক্ষার ধাতু বলে।


প্রশ্ন-১৭. অভিজাত ধাতু কাকে বলে?

উত্তর : কম সক্রিয় ধাতু যেমন সোনা, রূপা, প্লান্টিনাম এদের অভিজাত ধাতু বলে।


প্রশ্ন-১৮. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।

উত্তর : মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়—এটাই অষ্টক তত্ত্ব।


প্রশ্ন-১৯. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।

উত্তর : মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।


প্রশ্ন-২০. মুদ্রা ধাতু কাকে বলে?

উত্তর : যেসব ধাতু মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় তাদের মুদ্রা ধাতু বলে।


প্রশ্ন-২১. নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে?

উত্তর : পর্যায় সারণিতে গ্রুপ-১৮-তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে।


প্রশ্ন-২২. হ্যালোজেন কাকে বলে?

উত্তর : পর্যায় সারণিতে গ্রুপ-১৭-তে অবস্থিত মৌলসমূহকে হ্যালোজেন বলে।


প্রশ্ন-২৩. পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে?

উত্তর : মৌলসমূহের যে কতিপয় ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাদের পর্যায়বৃত্ত ধর্ম বলে।


প্রশ্ন-২৪. নিকৃষ্ট ধাতু কাকে বলে?

উত্তর : লোহা, দস্তা প্রভৃতি অধিক সক্রিয় ধাতুকে নিকৃষ্ট ধাতু বলে।


প্রশ্ন-২৫. তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে

উত্তর : কোনো মৌলের অণুতে পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রনযুগলকে নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।


মৃৎ ক্ষার ধাতু কাকে বলে? মৃৎ ক্ষার ধাতু কয়টি ও কি কি?

উত্তর : পর্যায় সারণির গ্রুপ-২ এ অবস্থিত বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra) মৌলসমূহকে একত্রে মৃৎ ক্ষার ধাতু বলে। মৃৎ ক্ষার ধাতু মোট ৬টি। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই। এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্ববহিঃস্থ শক্তিস্তরের ২ টি ইলেকট্রন অধাতুকে প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে।


আর্সেনিক কি?

উত্তর : আর্সেনিক হল একটি রাসায়নিক মৌল। এটি একটি ধাতব মৌল, য়ার পারমাণবিক সংখ্যা ৩৩। এটি পানিতে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত থাকে। পানিতে এর স্বাভাবিক মাত্রা .০১ মিলিগ্রাম/লিটার।


নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য (Characteristics of Noble Gas) লিখ।

উত্তর : নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য হলো–

এদের যোজ্যতা তথা জারণ মান শূন্য (০) এবং পর্যায় সারণিতে শূন্য গ্রুপে অবস্থিত।

এরা এক পরমাণুক এবং সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়।

এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুবই কম।


কয়েকটি ধাতব বৈশিষ্ট্য লিখ।

উত্তর : ধাতব বৈশিষ্ট্য নিম্নরূপঃ

১। পৃষ্ঠ চকচকে হয়।

২। নমনীয় হয়।

৩। তাপ ও তড়িৎ সুপরিবাহী হয়।

৪। বিজারক হিসেবে কাজ করে।

৫। আয়নিক বন্ধন গঠন করে।


গ্রুপ-VA এর মৌলসমূহ কি কি? এবং এদের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর : পর্যায় সারণির গ্রুপ-VA এর মােট পাঁচটি মৌল আছে। এগুলাে হচ্ছে- নাইট্রোজেন (N), ফসফরাস (P), আর্সেনিক (As), অ্যান্টিমনি (Sb), বিসমাথ (Bi)। নাইট্রোজেন ও ফসফরাস হল অধাতু, আর্সেনিক ও অ্যান্টিমনি হল অপধাতু এবং বিসমাথ হল ধাতু। নাইট্রোজেন ও ফসফরাস উভয়ই রাসায়নিক সারের উপাদান। নিচে এগুলোর ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো।
ইলেকট্রন বিন্যাসঃ গ্রুপ-VA এর মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস হলঃ
N (7) = 1s2 2s2 2p3
P (15) = 1s2 2s2 2p6 3s2 3p3
As (33) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p3
Sb (51) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p3
Bi (83) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d10 6s2 6p3
এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ বা শক্তিস্তরে পাঁচটি ইলেকট্রন (nsnp3) থাকায় এদের পর্যায় সারণিতে গ্রুপ VA-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।