করোটিকা কাকে বলে? করোটিকা এর কাজ কি?

করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা (Cranium) বলে। করোটিকা ছয় প্রকার অস্থি বা হাড়ের সমন্বয়ে গঠিত। করোটিকা যে সব অস্থি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে- কপাল তৈরির বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল, চারকোণা প্লেটের মতো দুটি প্যারাইটাল, চার অংশে বিভক্ত দুটি টেমপোরাল, খোলসের মতো একটি অক্সিপিটাল, ডানার মতো একটি স্ফেনয়েড এবং ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো একটি এথময়েড

কাজ : করোটিকা মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষিত করে রাখে।


অনুশীলনী

১। করোটিকা কোন ধরনের অস্থিসন্ধি?

২। করোটিকার অস্থি কয়টি?

৩। হাইওয়েড অস্থি কোথায় থাকে?