আয়তন কি বা কাকে বলে? (What is called Volume in Bengali/Bangla?)
কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন (Volume) বলে। একে V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা h হলে, বস্তুর আয়তন V = a × b × h।
এর মাত্রা L3 এবং একক m3।
তরল পদার্থের আয়তন পরিমাপ
কোন তরল পদার্থ সাধরণত যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। তরল পদার্থের নির্দিষ্ট কোন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তা সেই পাত্রের আকার ধারণ করে। এ জন্য নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিটার মাপনি ব্যবহার করা হয়। বর্তমানে ক্রেতাদের সুবিধার্থে তেল ১, ২, ৫ লিটার বোতলে বিক্রি করা হয় এবং পানির ক্ষেত্রেও একই ভাবে ২৫০, ৫০০, ১০০০ মিলিলিটার বোতলে করে বিক্রি করা হয়।
তরলের আয়তন পরিমাপের বিভিন্ন পদ্ধতি
- ১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার
- ১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার
- ১০ ডেসিলিটার = ১ লিটার
- ১০০ সেন্টিলিটার = ১ লিটার
- ১০ লিটার = ১ ডেকালিটার
- ১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার
- ১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার
- ১০০০ লিটার = ১ কিলোলিটার
- ১ ঘনফুট = ২৮৬৭ লিটার (প্রায়)
- ১ গ্যালন = ৪.৫৫ লিটার
- ১ কিউসেক = ২৮.৩১৭ লিটার
- ১ ব্যারেল = ১৫৯ লিটার
Tags :
- আয়তন কাকে বলে?
- আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়?
- আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি?
- আয়তনের সূত্র কি?
- আয়তন ও তার পরিমাপ;
- আয়তনের একক কি?
- একক আয়তন কি?
- কুয়ার আয়তন নির্ণয়ের সূত্র কি?
- আয়তন v
- কঠিন পদার্থ পরিমাপের একক কি?
- আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কি?
- আয়তন কি রাশি?
- বাক্সের আয়তনের সূত্র কি?
- আয়তন in english
- কোন বস্তুর আয়তন কি?
- তরল পরিমাপের একক কি?
- আয়তন ও আকার কি?
- আয়তন বলতে কী বোঝায়?
