ওহম মিটার হলো এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে কোনো রোধকের বা বর্তনীর রোধ পরিমাপ করা হয়। ওহম মিটার এনালগ ও ডিজিটাল দুই ধরনের হতে পারে।
ওহম মিটারের প্রকারভেদ (Types of Ohmmeter)
ওহম মিটার দুই প্রকার। যথা:
১. মাইক্রো ওহমমিটার (Micro-Ohmmeter) এবং
২. মেগা ওহমমিটার (Mega-Ohmmeter)
এটি কিভাবে ব্যবহার করতে হয়?
বর্তনীর কোনো অংশের রোধ পরিমাপ করতে হলে প্রথমে সেই অংশকে পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করতে হবে। ওহম মিটারের ব্যাটারি আছে কিনা তা দেখতে হবে। ওহম মিটারটি ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে। তারপর যে অংশের রোধ পরিমাপ করতে হবে সে অংশের দুই প্রান্তে ওহম মিটারের প্লাগ দুটি লাগাতে হবে। তাহলে ওহম মিটারের ডিসপ্লেতে রোধের মান দেখা যাবে।
ওহম মিটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ওহম মিটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ ওহমমিটার সাধারণত রেজিস্ট্যান্স পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এছাড়া পরিবাহী তারের কন্টিনিউটি, ওপেন সার্কিট ও শর্ট সার্কিট টেস্টে ওহম মিটার ব্যবহৃত হয়।
আরো পড়ুনঃ-
১। তড়িৎ ধারক কি? What is Electric Capacitor in Bengali?
২। পোস্ট অফিস বক্স কি? What is Post Office Box in Bengali/Bangla?
৩। সমবিভব তল কাকে বলে? সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে না কেন?
৫। তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?
৬। p টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি না- ব্যাখ্যা কর।
৭। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি?
৮। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?