এইডস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা HIV জীবাণুর মাধ্যমে সংক্রামিত হয়। এইডস (AIDS)-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এইডসের প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যু অনিবার্য। ১৯৮৫ সালে আফ্রিকাতে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। ১৯৮৮ সাল থেকে ১লা ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসাবে ঘোষণা করা হয়।
এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?
যে সকল রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে, তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে, রোগীর সেবা-শুশ্রুষা করলে যে সকল রোগ ছড়ায় সেগুলোকে ছোঁয়াচে রোগ বলে। কিন্তু এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহূত থালা-বাসন, কাপ, গ্লাস, জামা-কাপড় ইত্যাদি ব্যবহার করলে এইডস ছড়ায় না। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন, কোলাকুলি, খেলাধুলা, লেখাপড়া এবং সেবা শুশ্রুষা করলে এ রোগ ছড়ায় না। যাদের দেহে এইচআইভি আছে, তারাই শেষ পর্যন্ত এইডস এ আক্রান্ত হন। সুতরাং বলা যায় এইডস ছোঁয়াচে রোগ নয়।
আরো পড়ুনঃ-
১। সার্স (SARS) কি? সার্সের উৎপত্তি, লক্ষণ এবং প্রতিরোধ।
২। ব্রংকাইটিস (Bronchitis) কাকে বলে? ব্রংকাইটিস এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।
৩। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ।
৪। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?
৫। কলেরা (Cholera) কি? কলেরার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।
৬। অ্যাজমা বলতে কি বুঝায়? এর লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ।
৭। জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ।
৮। হার্ট অ্যাটাক বলতে কি বুঝ? হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার।
৯। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bengali?