OR গেটের তুলনায় X-OR গেট এর সুবিধা বেশি কেন?

OR গেট একটি মৌলিক গেট এবং X-OR গেট একটি যৌগিক গেট। যেহেতু যৌগিক গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি সেহেতু একটি যৌগিক গেট দ্বারা একাধিক মৌলিক গেটের ব্যবহার কমানো যায়। তাছাড়া X-OR গেটের মাধ্যমে বিভিন্ন বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায় যা OR গেট দ্বারা সম্ভব নয়। ফলে OR গেটের তুলনায় X-OR গেটে অধিক সুবিধা পাওয়া যায়।


আরো পড়ুনঃ-

১। কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।

২। কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা কর।

৩। যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর।

৪। কোন কোন গেটকে সর্বজনীন গেইট বলা হয় কেন?

৫। চিহ্নযুক্ত সংখ্যা (Signed Number) বলতে কি বুঝ? ব্যাখ্যা দাও।