পরম শূন্য তাপমাত্রা কি? What is Absolute zero temperature in Bengali?

স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে যে তাপমাত্রায় এর আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় ও গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায় এবং যে তাপমাত্রার নিচে আয়তন ঋণাত্মক হয় তাকে পরম শূন্য তাপমাত্রা (Absolute zero temperature) বলে।


আরো পড়ুনঃ-

১। তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্যপদ্ধতির মূল পার্থক্য ব্যাখ্যা কর।

২। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? (2nd law of thermodynamics in Bengali)

৩। রেফ্রিজারেটর কি? কিভাবে কাজ করে? What is Refrigerator in Bengali/Bangla?

৪। পৃথিবীর তাপীয় মৃত্যু বলতে কি বুঝ?

৫। Cv অপেক্ষা Cp বড় কেন?

৬। গলনের আপেক্ষিক সুপ্ততাপ কাকে বলে?