ডায়ালাইসিস কাকে বলে? ডায়ালাইসিস কত প্রকার? (Dialysis in Bengali)

বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করাকে ডায়ালাইসিস (Dialysis) বলে।

ডায়ালাইসিস দুধরনের– (ক) হিমোডায়ালাইসিস (Hemodialysis) এবং (খ) পেরিটোনিয়াল ডায়ালাইসিস (Peritoneal Dialysis)।

(ক) হিমোডায়ালাইসিসঃ এ প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি, দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্ণয় করা হয়। কৃত্রিম বৃক্ক আসল কৃক্কের মতো একই নীতি অনুসরণ করে কাজ করে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিস্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে।

(খ) পেরিটোনিয়াল ডায়ালাইসিসঃ কৃত্রিমর ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত অকৃত্রিম পেরিটোনিয়াল ঝিল্লি (পেরিটোনিয়া)-কে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে।


আরো পড়ুনঃ-

১। নেফ্রন (Nephron) কি? নেফ্রন মানবদেহে কীভাবে কাজ করে?

২। বৃক্ক কি? বৃক্কের গঠন ও কাজ। What is Kidney in Bengali?

৩। রক্তরস বা প্লাজমা কি? এর কাজ কি? (Blood plasma in Bengali)

৪। বৃক্ক বিকল কাকে বলে? তাৎক্ষনিক বৃক্ক বিকল-এর লক্ষণগুলো কি?

৫। নিউরন এবং নেফ্রনের মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

৬। অন্তঃক্ষরা গ্রন্থি কি? মানবদেহে মোট কতটি অন্তঃক্ষরা গ্রন্থি আছে?

৭। এনজিওপ্লাস্টি (Angioplasty) কাকে বলে? এনজিওপ্লাস্টির প্রকারভেদ, উপকারিতা।

৮। বৃক্ক প্রতিস্থাপন কি? What is Kidney Transplant in Bengali?