শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। রক্ষীকোষে ক্লোরোফিল থাকে। তাই দিনের বেলায় রক্ষীকোষে সালোকসংশ্লেষণ ঘটে এবং এর ফলে পত্ররন্ধ্র খুলে যায়। এভাবে পত্ররন্ধ্র শসনে সাহায্য করে।
আরো পড়ুনঃ-
১। এন্টামিবা কি? এন্টামিবা এর গঠন। What is Entameba in Bengali?
২। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝায়? বৈশ্বিক উষ্ণায়ন রোধের উপায় কী?
৩। বিজ্ঞান কি? What is Science in Bengali?
৪। পরিবেশ সংরক্ষণ কাকে বলে? কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি?
৫। উদ্ভিদ এবং এর ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় কেন? ব্যাখ্যা কর।
৬। ভূ-স্থির উপগ্রহ কাকে বলে? এটি কী কাজে ব্যবহৃত হয়?
৭। বনবিদ্যা ও কৃষি বনবিদ্যা কি? (Forestry and Agroforestry in Bengali)
৮। লেজার রশ্মি কি? What is Laser Ray in Bengali/Bangla?