ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?

ব্যাটারির রেটিং (Rating of Battery) বলতে উহার ভোল্টেজ, অ্যাম্পিয়ার-আওয়ার ক্যাপাসিটি, ডিসচার্জ হার বা রেট ইত্যাদিকে বোঝায়। একটি ব্যাটারির রেটিং এ উহার ভোল্টেজ ক্যাপাসিটি, অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি অর্থাৎ কত ঘন্টায় কী পরিমাণ অ্যাম্পিয়ার সরবরাহ দিতে সক্ষম, কীভাবে চার্জ করতে হবে তা উল্লেখ থাকবে। একটি ব্যাটারির রেটিং ১২ ভোল্ট, ৮০ অ্যাম্পিয়ার-আওয়ার বলতে বোঝায়, উহা ১২ ভোল্টের লোডে সংযুক্ত করা যাবে এবং লোড ৮ অ্যাম্পিয়ার হারে ১০ ঘন্টা চলতে সক্ষম।

ব্যাটারির রেটিং দুই ভাবে প্রকাশ করা হয়। যথা:- (ক) কারেন্ট রেটিং (Current Rating) এবং ভোল্টেজ রেটিং (Voltage Rating)।

কারেন্ট রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ে কারেন্ট সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির কারেন্ট রেটিং বলে। ইহা ব্যাটারির গঠন এর উপর নির্ভর করে। অর্থাৎ সেলে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে।

ভোল্টেজ রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ের জন্য ভোল্টেজ সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির ভোল্টেজ রেটিং বলে। ইহা ব্যাটারিতে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের ধরণ ও গুণাগুণের উপর নির্ভর করে।


আরো পড়ুনঃ-

১। সাবস্টেশন কি? সাবস্টেশন এর কাজ কি? Sub-Station in Bengali

২। অয়েল সার্কিট ব্রেকার কি? What is Oil circuit breaker in Bengali/Bangla?

৩। এয়ার সার্কিট ব্রেকার কি? What is Air Circuit Breaker in Bengali/Bangla?

৪। সিরিজ সার্কিট (Series circuit) ও প্যারালাল সার্কিট (Parallel circuit) কাকে বলে?

৫। বৈদ্যুতিক তারের সোল্ডারিং ও টেপিং বলতে কি বুঝায়?

৬। বৈদ্যুতিক সার্কিট কাকে বলে? বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি?

৭। ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? কত প্রকার ও কি কি?

৮। এলইডি ল্যাম্পের সংজ্ঞা কি? এলইডি ল্যাম্পের সুবিধা ও অসুবিধা।