অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কাকে বলে?

কোনোকিছুর ধ্বনির অনুকরণে গঠিত ধ্বনি দু'বার উচ্চারিত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলে। যেমন– খল খল, কল কল ইত্যাদি।

কোনোকিছুর স্বাভাবিক আওয়াজ বা ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা অনুকার অব্যয়ের দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়।


আরো পড়ুনঃ-

১। যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া কাকে বলে? যৌগিক ও মিশ্র ক্রিয়ার মধ্যে পার্থক্য কি?

২। সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া কাকে বলে?

৩। ক্রিয়ার কাল কাকে বলে? ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি? (Tense in Bengali)

৪। ক্রিয়ামূল বা ধাতু কাকে বলে? ক্রিয়ামূল কত প্রকার ও কি কি?

৫। ক্রিয়ার ভাব কাকে বলে? ক্রিয়ার ভাবের প্রকারভেদ।

৬। প্রকৃতি কাকে বলে? প্রকৃতি ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি?

৭। সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি? সমাসের প্রয়োজনীয়তা কি?

৮। সাধিত ধাতু কাকে বলে? সাধিত ধাতু কত প্রকার ও কি কি?

৯। অন্তর্হতি, অভিশ্রুতি, অপিনিহিতি এবং অসমীকরণ কাকে বলে?

১০। বাংলা বর্ণের মাত্রা কাকে বলে? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রা ছাড়া বর্ণ কয়টি ও কি কি?