তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? What is called Radioactive substance?

যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি (যেমনঃ আলফা, বিটা, গামা) বিকিরণ করে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। সেই পদার্থগুলিকে তেজস্ক্রিয় পদার্থ (Radioactive substance) বলে। তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থগুলি হচ্ছে- রেডিয়াম, ইউরেনিয়াম, কোবাল্ট-60, হিলিয়াম-4, থোরিয়াম, পোলোনিয়াম ছাড়াও অন্যান্য তেজস্ক্রিয় মৌল এবং এদের আইসোটোপসমূহ তেজস্ক্রিয় পদার্থ।

তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ (Types of Radioactive substance)
তেজস্ক্রিয় পদার্থ দু'ধরনের। যেমন,
ক. প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ (Natural radioactive substance)
খ. কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ (Artificial radioactive substance)
ক. প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ : কোনো প্রাকৃতিক পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা ঘটলে সেসব পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। যেমন– ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম প্রভৃতি মৌল হতে যে তেজস্ক্রিয়তা ঘটে তা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। এসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর চেয়ে বেশি।
খ. কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ : কোনো মৌলকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে সেসব মৌলকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বলে। কোনো মৌলকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে অতি উচ্চ বেগ সম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করলে সেটি তেজস্ক্রিয় মৌলে পরিণত হয়। এদেরকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বা রেডিও আইসোটোপ বলে। যেমন, কার্বন, অক্সিজেন ইত্যাদি।

আরো পড়ুনঃ-

১। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?

২। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৩। নিউক্লিয় চুল্লি কাকে বলে? নিউক্লিয় চুল্লির কাজ কি?

৪। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

৫। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

৬। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

৭। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

৮। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?


Tags :

  • তেজস্ক্রিয় পদার্থ বলতে কী বোঝো?
  • একটি তেজস্ক্রিয় পদার্থের নাম কি?
  • তেজস্ক্রিয় বস্তু কি?
  • স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে কি বলে?
  • তেজস্ক্রিয়তার ক্ষতিকর দিকগুলো কি কি?
  • তেজস্ক্রিয় মৌল গুলির নাম কি?
  • তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে?
  • তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার ও কি কি?
  • কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
  • কৃত্রিম তেজস্ক্রিয় মৌল উদাহরণ;
  • তেজস্ক্রিয় দূষণ কাকে বলে?
  • তেজস্ক্রিয়তার একক কি?
  • তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে?
  • তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ;
  • তেজস্ক্রিয় মৌল কি কি?
  • তেজস্ক্রিয়তার কারণ কি?
  • তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার;
  • একটি তেজস্ক্রিয় পদার্থের নাম;