নিউক্লিয় চুল্লি কাকে বলে? নিউক্লিয় চুল্লির কাজ কি?

যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় উৎপন্ন নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে তথা চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে নিউক্লিয় চুল্লি বা পারমাণবিক চুল্লি (Nuclear reactor) বলে।

কাজ : গবেষণা চালানো, তাপ অথবা শক্তি উৎপাদন, ব্রিডিং বা নিউক্লিয় প্রজাতি উৎপাদন, পরিচলন ইত্যাদি নিউক্লিয় চুল্লির কাজ।


আরো পড়ুনঃ-

১। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?

২। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৩। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।

৪। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

৫। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

৬। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

৭। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

৮। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?