ভরক্রিয়া শব্দের আভিধানিক অর্থ ভর দ্বারা সম্পাদিত কাজ। সাধারণ অর্থে ভর যত বেশি হবে সম্পাদিত কাজ তত বেশি হবে। বাংলায় যেমন প্রবাদ আছে “যত গুড় তত মিঠা”। আলোচ্য ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ভরের প্রভাব কিরূপ তার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ভর যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। এখানে বিক্রিয়কের ভর বলতে সক্রিয় ভর (active mass) তথা যে ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বুঝানো হয়েছে। আর সক্রিয় ভরকে কোনো পদার্থের একক আয়তনে বিদ্যমান মোল সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের দুই জন অধ্যাপক গুলবার্গ এবং পি. ভাগে এই সূত্রটি প্রদান করেন। সূত্রটি হচ্ছে– “নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কসমূহের সক্রিয় ভর তথা মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক।”
মনে করি, A এবং B দু'টি বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে।
যদি বিক্রিয়ক A এবং B এর ঘনমাত্রা যথাক্রমে [A] এবং [B] হয়। (ঘনমাত্রাকে সাধারণত [ ] চিহ্ন দ্বারা বুঝানো হয়) তবে ভরক্রিয়া সূত্রানুসারে বিক্রিয়ার হার r ∞ [A] [B]
আরো পড়ুনঃ-
১। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র (Faraday's Law of Electrolysis)
২। গ্যাসের গতিতত্ত্ব (The Kinetic Theory of Gases)
৩। গ্রাহামের ব্যাপন সূত্র (Graham's Law of Diffusion) ব্যাখ্যা করো।
৬। অ্যাভোগাড্রোর সূত্র (Avogadro's law) কি?
৭। ভরের বা পদার্থের নিত্যতা সূত্র বলতে কী বোঝায়?
৮। পলির বর্জন নীতি (Pauli's Exclusion Principle in Bengali)
৯। হেসের সূত্র কি? What is Hess's law in Bengali/Bangla?
১০। গ্যাসের সূত্রাবলী। Gas laws in Bengali/Bangla?
১১। ত্রয়ী সূত্র কি? ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন?
১২। বয়েলের সূত্র কি? What is Boyle's law in Bengali/Bangla?
১৩। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? (Dalton's law of partial pressure in Bengali)
১৪। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্রটি কি?
Tags :
- ভরক্রিয়া শব্দের অর্থ কি?
- ভরক্রিয়া সূত্র কে আবিস্কার করেন?
- ভরক্রিয়া সূত্রের উদ্ভাবক কে?
- একটি উদাহরণসহ মারকনিকফের সূত্রটি বিবৃত করো;