স্থিরানুপাত সূত্র কি?

এ সূত্রটিকে নির্দিষ্ট অনুপাত সূত্র বা নির্দিষ্ট সংযুতির সূত্রও বলা হয়। ফরাসি রসায়নবিদ প্রাউস (Joseph Louis Proust) ১৭৯৯ সালে সূত্রটি প্রকাশ করেন।

সূত্রঃ উৎস যাই হোক না কেন, একই যৌগে একই মৌলসমূহ তাদের ভরের একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে।

যেমন– নদী, পুকুর, সমুদ্র ইত্যাদি থেকে অথবা হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক ক্রিয়ায় আমরা পানি পেতে পারি। কিন্তু পানির উৎস যাই হোক না কেন, পানিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, পানিতে কেবল হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং 9.0 ভাগ ভরের পানিতে 1.0 ভাগ হাইড্রোজেন এবং 8.0 ভাগ অক্সিজেন বিদ্যমান। অর্থাৎ বিশুদ্ধ পানিতে ভর অনুসারে সর্বদা 11.1% হাইড্রোজেন ও 88.9% অক্সিজেন থাকে। যৌগে মৌলসমূহের অনুপাত স্থির থাকে বলে এ সূত্রকে স্থিরানুপাত সূত্র বলা হয়।


আরো পড়ুনঃ-

১। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র (Faraday's Law of Electrolysis)

২। গ্যাসের গতিতত্ত্ব (The Kinetic Theory of Gases)

৩। গ্রাহামের ব্যাপন সূত্র (Graham's Law of Diffusion) ব্যাখ্যা করো।

৪। পলির বর্জন নীতি (Pauli's Exclusion Principle in Bengali)

৫। আধুনিক পর্যায় সূত্র কি?

৬। অ্যাভোগাড্রোর সূত্র (Avogadro's law) কি?

৭। ভরের বা পদার্থের নিত্যতা সূত্র বলতে কী বোঝায়?

৮। ভরক্রিয়া সূত্র কি?

৯। হেসের সূত্র কি? What is Hess's law in Bengali/Bangla?

১০। গ্যাসের সূত্রাবলী। Gas laws in Bengali/Bangla?

১১। ত্রয়ী সূত্র কি? ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন?

১২। বয়েলের সূত্র কি? What is Boyle's law in Bengali/Bangla?

১৩। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? (Dalton's law of partial pressure in Bengali)

১৪। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্রটি কি?