ম্যানগ্রোভ বনাঞ্চল কাকে বলে?

যে প্রাকৃতিক বনাঞ্চল জোয়ার-ভাটার প্রভাবে লোনা পানিতে প্লাবিত হয় তাকে ম্যানগ্রোভ বনাঞ্চল বলে। লোনা পানিতে প্লাবিত হওয়ার কারণে এখানকার উদ্ভিদ এঁটেল কর্দমাক্ত ও লবণাক্ত পরিবেশে জন্মায় এবং এ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য উদ্ভিদের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে। এই বনের আকৃতি ও প্রকৃতি অন্য বন থেকে আলাদা। যেমন: সুন্দরবন একটি ম্যানগ্রোভ বনাঞ্চল।


আরো পড়ুনঃ-

১। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কত প্রকার ও কি কি?

২। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি?

৩। আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম কাকে বলে? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য।

৪। ম্যানগ্রোভ উদ্ভিদ এবং চিরহরিৎ উদ্ভিদ বলতে কী বোঝায়?

৫। বেলেডোনা কি? What is Belladonna in Bengali?