বেলেডোনা কি? What is Belladonna in Bengali?

বেলাডোনা (Belladonna) হচ্ছে সোলানেসি পরিবারভুক্ত অ্যাট্রোপা বেলাডোনা নামের এক রকম বিষাক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ। বহুবর্ষজীবী এ উদ্ভিদ ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও এশিয়া মাইনরে মূলত জন্মাত। কিন্তু এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতসহ পৃথিবীর অনেক স্থানে ব্যাপকভাবে জন্মায়। ফুল ফোটার সময় এর পাতা, ফুলের ডগা ও মূল সংগ্রহ করে শুকিয়ে রাখা হয়। এ উদ্ভিদ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপকার পাওয়া যায়, যা ঔষধরূপে ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে প্রধান উপকার হচ্ছে অ্যাট্রোপিন, যা চোখের তারা প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়।


আরো পড়ুনঃ-

১। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কত প্রকার ও কি কি?

২। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি?

৩। আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম কাকে বলে? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য।

৪। ম্যানগ্রোভ উদ্ভিদ এবং চিরহরিৎ উদ্ভিদ বলতে কী বোঝায়?

৫। ম্যানগ্রোভ বনাঞ্চল কাকে বলে?

৬। পার্থেনিয়াম (Parthenium) কি?