ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)

ব্যুরেট কি? (What is Burette in Bengali/Bangla?)

ব্যুরেট (Burette) হলো একটি দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাচনল। এর এক প্রান্ত সরু নলে পরিণত করা থাকে ও সরু প্রান্তের একটু উপরে একটি স্টপকর্ক থাকে। এটি সাধারণত 50mL আয়তনের হয়ে থাকে এবং প্রত্যেক mL দাগ 10টি সমান অংশে ভাগ করা থাকে।


ব্যুরেট ব্যবহারের কৌশল

ব্যুরেটকে প্রথমে ট্যাপের পানি দ্বারা ভালোমত ধুয়ে নেয়া হয়। যদি ব্যুরেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দেখা যায় সেক্ষেত্রে ক্রোমিক এসিড (গাঢ় K2Cr2O7 ও গাঢ় H2SO4 দ্রবণ) দ্বারা ব্যুরেটের অভ্যন্তরে ভালোভাবে রিনস্ (rinse) করে নেয়া হয়। অতঃপর পাতিত পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেয়া হয় এবং স্টপকর্ক ঠিকমত কাজ করে কি-না তা ভালোভাবে পরীক্ষা করে নেয়া হয়। স্টপকর্ক যদি কোনোভাবে লিক করে তবে, কাঁচের সিপিটি খুব সাবধানে খুলে উভয় পাশে সামান্য পরিমাণ গ্রিজ লাগিয়ে উহাকে যথাস্থানে যুক্ত করা হয়। যদি কোনো কারণে গ্লাস স্টপকর্কের ছিদ্রের ভিতর গ্রিজ ঢুকে যায় তবে, সরু তারের সাহায্যে তাকে অপসারণ করা হয়।

ব্যুরেটে আমরা যে দ্রবণকে ব্যবহার করব ঐ দ্রবণ থেকে প্রায় 5-10mL দ্রবণকে ব্যুরেটের অভ্যন্তরে নিয়ে ব্যুরেটকে রিনস্ (rinse) করে নিতে হয়। অতঃপর ব্যুরেটের স্টপকর্ক খুলে দ্রবণকে অপসারণ করা হয়। অতঃপর ব্যুরেটের স্টপকর্ক বন্ধ করে এর মুখে একটি ছোট ফানেলের সাহায্যে পরীক্ষাধীন দ্রবণকে যোগ করে ব্যুরেটের শূন্য ‘0’ দাগের উপর পর্যন্ত নেয়া হয়। ব্যুরেটকে যথারীতি নিয়মে ক্লাম্পের সাথে এঁটে স্ট্যান্ডের সাথে খাড়াভাবে যুক্ত করা হয়। ব্যুরেটের নিচে একটি খালি বীকার রেখে ব্যুরেট হতে দ্রবণকে বীকারের মধ্যে স্টপকর্কের সাহায্যে এমনভাবে নেয়া হয় যেন ব্যুরেটের মধ্যে দ্রবণের Lowest মিনিসকাস শূন্য ‘0’ দাগকে স্পর্শ করে।

এবার কর্ক ঘুরিয়ে প্রয়োজনীয় দ্রবণকে ব্যুরেট হতে ধীরে ধীরে কনিক্যাল ফ্লাস্কে যোগ করে, কনিক্যাল ফ্লাস্কের দ্রবণকে পূর্ণ প্রশমিত করা হয়। যখন ব্যুরেট হতে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দ্রবণকে যোগ করা হয়, তখন ডান হাতের সাহায্যে কনিক্যাল ফ্লাস্কের দ্রবণকে ভালোমত আলোড়িত ও পর্যবেক্ষণ করা হয়। টাইট্রেশন সমাপ্ত হলে চোখের দৃষ্টি রেখা বরাবর ব্যুরেটের দ্রবণের নিচের তলকে রেখে, গৃহীত তরলের আয়তনকে পরিমাপ করা হয়। প্রতিবার কাজের পূর্বে ব্যুরেটের প্রাথমিক পাঠকে অবশ্যই ভালোভাবে দেখে নেয়া প্রয়োজন।


আরো পড়ুনঃ-

১। ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?

২। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)

৩। ওয়াশ বোতল কি? What is Wash bottle in Bengali/Bangla?