ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?

পরীক্ষাগারে কেউ দূর্ঘটনার কবলিত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে একটি বক্সের মধ্যে কিছু উপকরণ রাখা হয় যার সাহায্যে প্রাথমিক চিকিৎসা করা হয়। উক্ত উপকরণ সমৃদ্ধ বক্সটিই ফার্স্ট এইড বক্স (First aid box)।

রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহৃত ফাস্ট এইড বক্সে মৌলিক যে উপকরণগুলো থাকতে হবে তা নিম্নরূপ:–

১. একটি 32 বর্গ ইঞ্চির শোষক;

২. 16 টি এডহেসিভ ব্যান্ডেজ (1×3 ইঞ্চি);

৩. জীবাণুনাশক ক্রিম/লোশন;

৪. বার্নল অয়েন্টমেন্ট;

৫. মেডিকেটেড গ্লাভস কমপক্ষে 2 জোড়া;

৬. 4টি স্টেরাইল প্যাড (3×3 ইঞ্চি);

৭. 1টি ট্রাই অ্যাংগুলার ব্যান্ডেজ (40×40×56 ইঞ্চি);

৮. তুলা, কাঁচি, ডেটল প্রভৃতি।


ফার্স্ট এইড বক্সের রক্ষণাবেক্ষণ

ফার্স্ট এইড বক্স রক্ষণাবেক্ষণে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা নিম্নরূপ :

১. ফাস্ট এইড বক্স যথাস্থানে আছে কী না?

২. এতে সকল উপকরণ ঠিকঠাক আছে কী না? ব্যবহৃত বা নষ্ট উপকরণ প্রতিস্থাপন হয়েছে কী না?

৩. উপকরণগুলোর মেয়াদ আছে কী না? মেয়াদ উত্তীর্ণ উপকরণের পরিবর্তে নতুন উপকরণ রাখতে হবে।

৪. কোনো অপ্রয়োজনীয় উপকরণ ফার্স্ট এইড বক্সে থাকলে তা সরিয়ে ফেলতে হবে।

৫. ফার্স্টএইড বক্স ব্যবহারের নির্দেশিকা আছে কী না?


আরো পড়ুনঃ-

১। ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)

২। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)

৩। ওয়াশ বোতল কি? What is Wash bottle in Bengali/Bangla?