আদর্শ ডায়োড কাকে বলে? What is an Ideal Diode in Bengali?

যে সকল ডায়োড সম্মুখী ঝোঁকে থাকাকালে একটি নিখুঁত পরিবাহী এবং বিমুখী ঝোঁকে থাকাকালে একটি নিখুঁত অপরিবাহীর মতো আচরণ করে তাকে আদর্শ ডায়োড (Ideal Diode) বলে। অবশ্য বাস্তবে কোনো ডায়োডই আদর্শ ডায়োডের মতো আচরণ করে না। তবে ডায়োড বর্তনী বিশ্লেষণের সময় ডায়োডকে আদর্শ ডায়োড হিসেবেই বিবেচনা করা হয়।


আরো পড়ুনঃ-

১। ফটো ডায়োড কাকে বলে? ফটো ডায়োডের বৈশিষ্ট্য ও ব্যবহার। (Photodiode in Bengali)

২। জেনার ডায়োড কি? জেনার ডায়োড এর কাজ কি? Zener Diode in Bengali

৩। LED কি? এটি কিভাবে কাজ করে?

৪। p-n জাংশন কি? এটি কিভাবে কাজ করে?

৫। বিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?