মালিকানা অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার। যথাঃ
ক. প্রাইভেট নেটওয়ার্ক ও
খ. পাবলিক নেটওয়ার্ক।
- প্রাইভেট নেটওয়ার্ক : এই ধরনের নেটওয়ার্ক সাধারণত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন হয়। অন্য যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরনের নেটওয়ার্কের সিকিউরিটি অনেক ভালাে হয়। সাধারণত এ ধরনের নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশনের গতি অনেক ভালাে হয়।
- পাবলিক নেটওয়ার্ক : এই ধরনের নেটওয়ার্ক সাধারণত ব্যক্তির মালিকানাধীন হয় না। তবে এটি কোন প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। অন্য যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এজন্য ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হয়। যেমন- টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম।
আরো পড়ুনঃ-
১। টুইস্টেড পেয়ার ক্যাবল কি? টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা, অসুবিধা এবং ব্যবহার।
২। ওয়াই-ফাই (Wi-Fi) কি? ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা।
৩। প্যাকেট সুইচিং কি? What is Packet switching in Bengali?
৪। ওয়্যারলেস এপ্লিকেশন প্রোটোকল কি? What is Wireless Application Protocol in Bengali?