ওয়্যারলেস এপ্লিকেশন প্রোটোকল কি? What is Wireless Application Protocol in Bengali?

ওয়াপ (WAP) এর পূর্ণ নাম হচ্ছে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল (Wireless Application Protocol)। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে যে কোন ওয়্যারলেস ডিভাইসের সাহায্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা যায়। বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস যেমন- মোবাইল ফোন, পেজার, টু-ওয়ে রেডিও, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে এই যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়। GSM এবং CDMA উভয় টেকনোলজি ছাড়াও অন্যান্য ওয়্যারলেস ব্যবস্থায় এই WAP কাজ করতে পারে।


আরো পড়ুনঃ-

১। টুইস্টেড পেয়ার ক্যাবল কি? টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা, অসুবিধা এবং ব্যবহার।

২। ওয়াই-ফাই (Wi-Fi) কি? ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা।

৩। প্যাকেট সুইচিং কি? What is Packet switching in Bengali?

৪। মালিকানা অনুসারে নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?

৫। মাইক্রোটিক রাউটার (MikroTik Router) কি? কিভাবে মাইক্রোটিক রাউটার ব্যবহার করবেন?