ওয়াপ (WAP) এর পূর্ণ নাম হচ্ছে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল (Wireless Application Protocol)। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে যে কোন ওয়্যারলেস ডিভাইসের সাহায্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা যায়। বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস যেমন- মোবাইল ফোন, পেজার, টু-ওয়ে রেডিও, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে এই যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়। GSM এবং CDMA উভয় টেকনোলজি ছাড়াও অন্যান্য ওয়্যারলেস ব্যবস্থায় এই WAP কাজ করতে পারে।
আরো পড়ুনঃ-
১। টুইস্টেড পেয়ার ক্যাবল কি? টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা, অসুবিধা এবং ব্যবহার।
২। ওয়াই-ফাই (Wi-Fi) কি? ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা।
৩। প্যাকেট সুইচিং কি? What is Packet switching in Bengali?
৪। মালিকানা অনুসারে নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
৫। মাইক্রোটিক রাউটার (MikroTik Router) কি? কিভাবে মাইক্রোটিক রাউটার ব্যবহার করবেন?