EBCDIC কোড থেকে বিভিন্ন কম্পিউটারের সাথে ডেটা প্রেরণে সহজ হয়েছে। EBCDIC বা Extended Binary Coded Decimal Interchange Code মূলত আলফা নিউমেরিক কোড, সহজে বললে– ৮ বিট BCD কোড। এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 1111, A থেকে Z বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন (zone) বিট হিসেবে ব্যবহৃত হয়। EBCDIC কোড 28 বা 256টি বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন ও প্রতীককে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে। IBM মেইনফ্রেম, IBM মিনি ও এরূপ সমকক্ষ কম্পিউটারে এই কোড ব্যবহার করা হয়। EBCDIC কোড হলো ৮-বিট বিশিষ্ট বাইনারি কোড। ৪ বিটের মাধ্যমে জোন (zone) বিট এবং পরবর্তী ৪টি নম্বর বিট হিসেবে কাজ করে। এই কোড সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারে ব্যবহৃত হয়।
আরো পড়ুনঃ-
১। কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।
২। কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা কর।
৩। যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর।
৪। কোন কোন গেটকে সর্বজনীন গেইট বলা হয় কেন?
৫। OR গেটের তুলনায় X-OR গেট এর সুবিধা বেশি কেন?
৬। চিহ্নযুক্ত সংখ্যা (Signed Number) বলতে কি বুঝ? ব্যাখ্যা দাও।