পিভিসি ওয়্যার বা তার কাকে বলে? পিভিসি তার কোথায় ব্যবহার করা হয়?

যে তার বা ক্যাবলের উপরে পলিভিনাইল ক্লোরাইড কম্পাউন্ড-এর ইনসুলেশন করা থাকে, তাকে পিভিসি ওয়্যার বা তার বলে।


পিভিসি তারের গঠন : পিভিসি তারের গঠন ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো।

১। পিভিসি তার সাধারণত ২৫০/৪৪০ ভোল্ট গ্রেডে প্রস্তুত করা হয়।

২। এ তারে ইনসুলেশন হিসেবে (পলিভিনাইল ক্লোরাইড) কম্পাউন্ড ব্যবহার করা হয়।

৩। পরিবাহী হিসেবে তামার অথবা এ্যালুমিনিয়াম তার ব্যবহার হয়ে থাকে।

৪। এক বা একাধিক খেই এর সমন্বয়ে তার তৈরি করা হয়। একাধিক খেই পরিবাহীকে নমনীয় করে।


পিভিসি তার কোথায় ব্যবহার করা হয়?

বাড়ির ওয়্যারিং এবং কারখানার বাতির ওয়্যারিং কাজে পিভিসি তার ব্যবহার করা হয়। এছাড়া অম্ল বা ক্ষারজাতীয় পদার্থ যেখানে থাকে, এ তার সেখানে ব্যবহার করা যেতে পারে। কন্ডুইট ওয়্যারিং-এ সাধারণত এ তার ব্যবহার করা হয়। ২৫০/৪৪০ ভোল্ট বৈদ্যুতিক সার্কিটে এ তার ব্যবহার করা হয়।


আরো পড়ুনঃ-

১। সাবস্টেশন কি? সাবস্টেশন এর কাজ কি? Sub-Station in Bengali

২। অয়েল সার্কিট ব্রেকার কি? What is Oil circuit breaker in Bengali/Bangla?

৩। এয়ার সার্কিট ব্রেকার কি? What is Air Circuit Breaker in Bengali/Bangla?

৪। সিরিজ সার্কিট (Series circuit) ও প্যারালাল সার্কিট (Parallel circuit) কাকে বলে?

৫। বৈদ্যুতিক তারের সোল্ডারিং ও টেপিং বলতে কি বুঝায়?

৬। বৈদ্যুতিক সার্কিট কাকে বলে? বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি?

৭। ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? কত প্রকার ও কি কি?

৮। এলইডি ল্যাম্পের সংজ্ঞা কি? এলইডি ল্যাম্পের সুবিধা ও অসুবিধা।

৯। ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?