জন্ডিস (Jaundice) হলো যকৃতের একটি রোগ। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। মানুষের রক্তে বিলিরুবিনের স্বভাবিক মাত্রা হলো প্রতি ১০০০ মিলিমিটার রক্তে ০.২ - ০.৮ মিলিগ্রাম। এই পরিমাণ যখন বেড়ে যায় তখন ত্বক, চক্ষু, মিউকাস গ্রন্থি প্রভৃতি হলুদ বর্ণ ধারণ করে। একেই জন্ডিস বা পাণ্ডু রোগ বলা হয়। তবে রক্তে বিলিরুবিনের পরিমাণ ২ মি.গ্রাম/১০০০ মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক ধরা হয়।
আরো পড়ুনঃ-
১। সার্স (SARS) কি? সার্সের উৎপত্তি, লক্ষণ এবং প্রতিরোধ।
২। ব্রংকাইটিস (Bronchitis) কাকে বলে? ব্রংকাইটিস এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।
৩। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ।
৪। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?
৫। কলেরা (Cholera) কি? কলেরার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।
৬। অ্যাজমা বলতে কি বুঝায়? এর লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ।
৭। জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ।
৮। হার্ট অ্যাটাক বলতে কি বুঝ? হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার।
৯। এইডস (AIDS) কি? এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?
১০। এপিলেপসি কি? What is Epilepsy in Bengali?
১১। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bengali?
১২। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগের বিস্তার, প্রকারভেদ, প্রতিরোধ এবং প্রতিকার।