এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কোনটি?

ক. বাংলা ভাষা

খ. ধর্ম

গ. ছয় দফা

ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য


২. ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয় কবে?

ক. ১১ মার্চ, ১৯৪৮

খ. ১৮ মার্চ, ১৯৪৯

গ. ২৫ মার্চ, ১৯৫১

ঘ. ২৬ মার্চ,১৯৫২


৩. ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. খাজা নাজিম উদ্দিন

গ. শেরেবাংলা এ কে ফজলুল হক

ঘ. শহীদ সোহরাওয়ার্দী


৪. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?

ক. ১৯৪৫ খ. ১৯৪৬

গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮


৫. কোন নাটকের পটভূমি ছিল ভাষা আন্দোলন?

ক. কবর

খ. ফুড কনফারেন্স

গ. পুতুলের বিয়ে

ঘ. নীলদর্পণ


৬. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ১৯৪৭ সালের কোন মাসে?

ক. ফেব্রুয়ারি মাসে

খ. মে মাসে

গ. সেপ্টেম্বর মাসে

ঘ. জুন মাসে


৭. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল কোনটি?

ক. অসমাপ্ত গল্প

খ. আগুনের পরশমণি

গ. আরেক ফাল্গুন

ঘ. নন্দিত নরকে


৮. ‘আরেক ফাল্গুন’ কী ধরনের রচনা?

ক. কবিতা

খ. ছোটগল্প

গ. উপন্যাস

ঘ. নাটক


৯. রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয় কত সালে?

ক. ১৯৫৬ খ. ১৯৫৮

গ. ১৯৬১  ঘ. ১৯৬৯


১০. কোন সরকার ৬ দফাকে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি’ হিসেবে আখ্যায়িত করেন?

ক. ইস্কান্দার মির্জা

খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. জেনারেল ভুট্টো

ঘ. আইয়ুব খান


১১. আইয়ুব খান ১৯৬৫ সালে কত ভোটে কাউন্সিল সদস্যের প্রেসিডেন্ট নির্বাচিত হন?

ক. ৬৫ হাজার

খ. ৮০ হাজার

গ. ৮২ হাজার

ঘ. ৮৫ হাজার


১২. ভাষা আন্দোলনের ফলে—

i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়

ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে

iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i,ii ও iii


১৩. ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসানের পর কয়টি রাষ্ট্রের জম্ম হয়েছিল?

ক. ১টি  খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি


১৪. ভাষা আন্দোলনের সময় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন ভাষাকে সমর্থন করেছিল?

ক. বাংলা  খ. আরবি

গ. উর্দু ঘ. মান্দি


১৫. কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?

ক. ১৯৪৭ সালের ১৭ আগস্ট

খ. ১৯৪৭ সালের ১৭ জুন

গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট

ঘ. ১৯৪৭ সালের ১৭ মে


১৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়

খ. আলীগড় বিশ্ববিদ্যালয়

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়


১৭. কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

গ. মুহাম্মদ এনামুল হক

ঘ. অধ্যাপক আবুল কাশেম


১৮. ভাষা শহিদ শফিউরের পিতা কবে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?

ক. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি

খ. ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি

গ. ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি

ঘ. ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি


১৯. খাজা নাজিম উদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের কত দফা চুক্তি হয়?

ক. ৬ দফা খ. ৮ দফা

গ. ১১ দফা ঘ. ২১ দফা


২০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুর্নগঠিত হয় কবে?

ক. ২ জানুয়ারি ১৯৪৭

খ. ২ মার্চ ১৯৪৭

গ. ২ জানুয়ারি ১৯৪৮

ঘ. ২ মার্চ ১৯৪৮


২১.বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটি সবাইকে ঐক্যবদ্ধ করে?

ক. ৬ দফা দাবি

খ. ভাষা আন্দোলন

গ. মুক্তিযুদ্ধ

ঘ. শহিদ মিনার


২২. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?

ক. পাকিস্তান গণপরিষদ

খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

ঘ. তমুদ্দন মজলিশ


২৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কবে গঠিত হয়েছিল?

ক. ৪ জানুয়ারি ১৯৪৮

খ. ৩ জানুয়ারি ১৯৪৮

গ. ১১ মার্চ ১৯৪৮

ঘ. ১১ মার্চ ১৯৪৭


২৪. ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন কে?

ক. শামসুল হক খান

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. অলি আহাদ

ঘ. খাজা নাজিমুদ্দিন


২৫. সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, এটি কোন চুক্তিতে ছিল?

ক. ৬ দফা

খ. ৭ দফা

গ. ৮ দফা

ঘ. ১২ দফা


২৬. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

ক. ১৯৫২ সালে

খ. ১৯৫৩ সালে

গ. ১৯৫৬ সালে

ঘ. ১৯৬৬ সালে


২৭. যুক্তফ্রন্টের দফা ছিল কয়টি?

ক. ৬টি খ. ১১টি

গ. ২১টি ঘ. ২৫টি


২৮. কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?

ক. আবদুল মতিন

খ. কামরুদ্দিন আহমদ

গ. আবুল কাশেম

ঘ. ড. মহিউদ্দিন আহমদ


২৯. কারাবন্দী শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের কোথায় ডেকে ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

খ. ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ চত্বরে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়

ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে 


৩০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?

ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি

গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি

৩১. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?

ক. ইংরেজি হরফে

খ. ফারসি হরফে

গ. উর্দু হরফে

ঘ. আরবি হরফে


৩২. আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?

ক. ১০ জন খ. ১১ জন

গ. ১২ জন ঘ. ২০ জন 


৩৩. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’—কবিতাটির রচয়িতা কে?

ক. শামসুর রাহমান

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. মুনীর চৌধুরী

ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী


৩৪. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে কারা পুস্তক রচনা করে?

ক. সংগ্রাম পরিষদ

খ. গণ-আজাদী লীগ

গ. তমদ্দুন মজলিশ

ঘ. যুক্তফ্রন্ট


৩৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?

ক. ১৫ দিন খ. ১৭ দিন

গ. ২১ দিন ঘ. ১ মাস 


৩৬. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

ক. জহির রায়হান

খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল্লাহ আল মামুন

ঘ. মুনীর চৌধুরী 


৩৭. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. হুমায়ূন আহমেদ

গ. জহির রায়হান

ঘ. মুনীর চৌধুরী


৩৮. বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার বীজ বপন করে কোনটি?

ক. ভাষা আন্দোলন

খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান

গ. ছয় দফা

ঘ. শিক্ষা আন্দোলন


৩৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে?

ক. আব্দুল লতিফ

খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. মুনীর চৌধুরী 


৪০. কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা?

ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

খ. হাজার বছর ধরে

গ. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

ঘ. স্মৃতির মিনার

৪১. ১৯৯৮ সাল পর্যন্ত ২১ ফেব্রুয়ারি কী দিবস হিসেবে পালিত হতো?

ক. মাতৃভাষা দিবস

খ. শহিদ দিবস

গ. ভাষা দিবস

ঘ. বিজয় দিবস


৪২. ১৯৯৯ সাল ২১ ফেব্রুয়ারি থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?

ক. ভাষা দিবস

খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ. মাতৃভাষা দিবস

ঘ. শহিদ দিবস


৪৩. বাঙালির জতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি?

ক. স্বাধীনতা আন্দোলন

খ. ৬ দফা আন্দোলন

গ. ৬৯-এর গণ–অভ্যুত্থান

ঘ. ভাষা আন্দোলন

৪৪. ইউনেসেকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৭ নভেম্বর ১৯৯৯

খ. ১৭ নভেম্বর ২০০১

গ. ১৭ নভেম্বর ১৯৯৮

ঘ. ১৭ নভেম্বর ২০০০ 


৪৫. জনগণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফাগুলোকে কী বলে বিবেচনা করেছিল?

ক. আন্দোলনের দলিল

খ. স্বাধীনতার ঘোষণা

গ. স্বার্থরক্ষার সনদ

ঘ. অধিকারের আন্দোলন


৪৬. কাদের উদ্যোগে শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

ক. কানাডাপ্রবাসী কয়েকজন বাঙালির

খ. জাতিসংঘের বাঙালি প্রতিনিধিদের

গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের

ঘ. আমেরিকাপ্রবাসী বাঙালিদের 


৪৭. বাঙালিদের প্রথম অধিকার সচেতন করে কোনটি?

ক. ১৯৭০-এর নির্বাচন

খ. সিপাহি বিদ্রোহ

গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি

ঘ. ভাষা আন্দোলন 


৪৮. পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগ বাঙালি ছিল?

ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ

গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ 


৪৯. ‘মৌলিক গণতন্ত্র’–ব্যবস্থা কে চালু করেন?

ক. জেনারেল গোলাম মোহাম্মদ

খ. আইয়ুব খান

গ. টিক্কা খান

ঘ. জুলফিকার আলী ভুট্টো


৫০. ঐতিহাসিক ৬ দফা দাবির প্রবক্তা ছিলেন কে?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. শেখ মুজিবুর রহমান

গ. মাওলানা ভাসানী

ঘ. শহিদ সোহরাওয়ার্দী


৫১. কিসের ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে?

ক. রাজনৈতিক বৈষম্যের

খ. ঐতিহাসিক ছয় দফার

গ. বাংলা ভাষার

ঘ. অর্থনীতির ভিত্তিতে


৫২. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলা হয় কাকে?

ক. ৬ দফা দাবি খ. ১১ দফা দাবি

গ. ২১ দফা দাবি ঘ. ১৯৭০-এর নির্বাচন


৫৩. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

ক. ১৫৫টি খ. ১৬০টি

গ. ১৭২টি ঘ. ১৭৫টি


৫৪. যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল কোন দল?

ক. আওয়ামী লীগ

খ. কৃষক শ্রমিক পার্টি

গ. আওয়ামী মুসলিম লীগ

ঘ. মুসলিম লীগ


৫৫. নিচের কোন সময় শেখ মুজিবুর রহমান বন্দী জীবন কাটান?

ক. ১৯৪৮ থেকে ১৯৫৬-এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত

খ. ১৯৪৭ থেকে ১৯৫৫-এর ২৭ মে পর্যন্ত

গ. ১৯৪৯ থেকে ১৯৫২-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪-এর ৩০ জুন পর্যন্ত


৫৬. ‘জনগণই সকল ক্ষমতার উৎস’—এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?

ক. ১৯৫৪ সালের নির্বাচন

খ. ১৯৬৬ সালের নির্বাচন 

গ. ১৯৭০ সালের নির্বাচন 

ঘ. ১৯৭৩ সালের নির্বাচন 


৫৭. যুক্তফ্রন্ট গঠিত হয় কয়টি দল নিয়ে? 

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি 


৫৮. যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছে?

ক. ঢাকা ও রাজশাহী

খ. চট্টগ্রাম ও রাজশাহী

গ. জাহাঙ্গীরনগর ও রাজশাহী

ঘ. ঢাকা ও বুয়েট 


৫৯. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. শহীদ সোহরাওয়ার্দী

৬০. কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

ক. ইয়াহিয়া খান

খ. ইস্কান্দার মির্জা

গ. আইয়ুব খান

ঘ. গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ


৬১. যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?

ক. ৫৬ খ. ৯৫

গ. ১২৬ ঘ. ১৭০


৬২. পূর্ব বাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয় কবে থেকে?

ক. ভাষা আন্দোলনের পর

খ. যুক্তফ্রন্ট সরকার বরখাস্তের পর

গ. ৬ দফা আন্দোলনের পর

ঘ. আগরতলা মামলার পর


৬৩. বাঙালি জাতীয় ঐক্য গঠিত হয়—

i. বাংলা ভাষার পরিচয়ে

ii. ইতিহাস-ঐতিহ্যের পরিচয়ে

iii. বাঙালি জাতিগত পরিচয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii


৬৪. ঐতিহাসিক আগরতলা মামলার আসামী ছিলেন কত জন?

ক. ২১

খ. ৩২

গ. ৩৫

ঘ. ৩৮


৬৫. ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি কে ছিলেন?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. শেখ মুজিবুর রহমান

গ. কামরুদ্দিন আহমেদ

ঘ. মাহবুব উল আলম


৬৬. শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদ কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে?

ক. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

খ. ১৯৬৯ সালের ২৬ মার্চ

গ. ১৯৬৯ সালের ২৩ জুন

ঘ. ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর


৬৭. প্রেসিডেন্ট পদ থেকে আইয়ুব খান কবে ইস্তফা দেন?

ক. ২৩ ফেব্রুয়ারি ১৯৫৯

খ. ২৫ মার্চ ১৯৬৯

গ. ২৫ মার্চ ১৯৭১

ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১


৬৮. ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে’ সাধারণ নির্বাচন হয়েছিল কবে?

ক. ৫ জানুয়ারি ১৯৫৯

খ. ১০ মার্চ ১৯৭০

গ. ৭ ডিসেম্বর ১৯৭০

ঘ. ২০ জানুয়ারি ১৯৭১


৬৯. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?

ক. জাতীয় চেতনা

খ. জাতীয় ঐক্য

গ. জাতীয় পরিচয়

ঘ. জাতীয় ঐতিহ্য


৭০. যুক্তফ্রন্টের ২১ দফা দাবির প্রথম দফা কোনটি?

ক. অবাধ নির্বাচনের ব্যবস্থা

খ. পূর্ব বাংলাকে যথাযথভাবে শিল্পায়িত করা 

গ. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা

ঘ. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা


উত্তরঃ–

১.ক; ২.ক; ৩.গ; ৪.গ; ৫.ক; ৬.গ; ৭.গ; ৮.গ; ৯.ক; ১০.ঘ; ১১.খ; ১২.ঘ; ১৩.খ; ১৪.ক; ১৫.ঘ; ১৬.ঘ; ১৭.ঘ; ১৮.ক; ১৯.খ; ২০.ঘ; ২১.খ; ২২.ক; ২৩.ক; ২৪.ঘ; ২৫.গ; ২৬.খ; ২৭.গ; ২৮.ক; ২৯.ক; ৩০.গ; ৩১.ঘ; ৩২.ঘ; ৩৩.ঘ; ৩৪.গ; ৩৫.ঘ; ৩৬.ঘ; ৩৭.গ; ৩৮.ক; ৩৯.গ; ৪০.গ; ৪১.খ; ৪২.খ; ৪৩.ঘ; ৪৪.ক; ৪৫.গ; ৪৬.ক; ৪৭.ঘ; ৪৮.ঘ; ৪৯.খ; ৫০.খ; ৫১.খ; ৫২.ক; ৫৩.খ; ৫৪.ক; ৫৫.গ; ৫৬.ক; ৫৭.খ; ৫৮.ক; ৫৯.খ; ৬০.ঘ; ৬১.ক; ৬২.খ; ৬৩.ঘ; ৬৪.গ; ৬৫.খ; ৬৬.ক; ৬৭.খ; ৬৮.গ; ৬৯.খ; ৭০.ঘ;


আরো পড়ুনঃ-

১। এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

২। এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

৩। এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)