তড়িৎ চুম্বকীয় বিকিরণ কাকে বলে?

তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বিকিরণ ঘটে তাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ (Electromagnetic Radiation) বলে। তড়িৎ চুম্বকীয় বিকিরণের বহুমাত্রিক ব্যবহার রয়েছে। সব ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ শূন্য মাধ্যমে আলোর বেগে চলে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ মাধ্যম ছাড়া এবং যেকোন মাধ্যমের ভেতর দিয়ে গমন করে। তবে এক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় বিকিরণের কম্পাংক বিবেচ্য বিষয়। শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বিকিরণ তরঙ্গ আকারে আলোর বেগে ধাবমান। তড়িৎচুম্বকীয় বিকিরণ মূলত বিকীর্ণশক্তি। এ বিকীর্ণশক্তি কম্পাঙ্কের সমানুপাতিক অর্থাৎ E ∝ v [এখানে v (নিউ) হলো বিকীর্ণশক্তির কম্পাঙ্ক]

আবার, কম্পাংক বিকীর্ণশক্তির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে শক্তির তীব্রতা তত কম হবে। আবার, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, বিকীর্ণশক্তির তীব্রতা তত বেশি হবে।


তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কিছু রাশি

  • তরঙ্গদৈর্ঘ্য : কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষ বিন্দুর দূরত্বকে, তার তরঙ্গদৈর্ঘ্য (Wavelength) বলে।
  • কম্পাঙ্ক : একটি বিন্দুর মধ্যদিয়ে এক সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে, সেই সংখ্যাকে ঐ তরঙ্গের কম্পাঙ্ক (frequency) বলে।


আরো পড়ুনঃ-

১। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?

২। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

৩। পারমাণবিক শোষণ বর্ণালী কি?

৪। নিউক্লিয় চুল্লি কাকে বলে? নিউক্লিয় চুল্লির কাজ কি?

৫। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

৬। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

৭। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

৮। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?


Tags :

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর উদাহরণ

তাড়িতচৌম্বক তরঙ্গ কি

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জনক কে

তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দ্বারা কোনটি ব্যাখ্যা করা যায়

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ কত

তড়িৎ চুম্বকীয় রশ্মি কাকে বলে

আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তক

তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে

আলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কেন

আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব

ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কি

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এর বৈশিষ্ট্য

ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ কত

তাড়িতচৌম্বক তরঙ্গ কি

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এর বৈশিষ্ট্য

আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর উদাহরণ

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য

ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত

তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় কোনটি

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জনক কে

তড়িৎ চুম্বকীয় রশ্মি কাকে বলে

আলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কেন