কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bengali/Bangla?

Blackhole বা কৃষ্ণবিবর হচ্ছে এই বিশালাকার মহাবিশ্বের এমন একটি বস্তু, যা খুব ঘন সন্নিবিষ্ট এবং অতি ক্ষুদ্র আয়তনবিশিষ্ট। এর ভর অনেক বেশি। ২০০৮ সালে প্রমাণিত হয় যে এটির ভর সূর্য থেকে ৪ মিলিয়ন গুণ বেশি। এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকে তার ভেতর থেকে বের হতে দেয় না। এমনকি আলোও না। নিজের দিকে আসা সকল আলোক রশ্মিকে শুষে নেয় বলে এটির নামকরণ করা হয়েছে Blackhole।


আরো পড়ুনঃ-

১। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?

২। ছায়াপথ কাকে বলে? নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি?

৩। রেডিও গ্যালাক্সি কাকে বলে? (Radio galaxy in Bengali)

৪। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্বের উৎপত্তি। (Universe in Bengali)

৫। জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্ক কত প্রকার ও কি কি?

৬। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?

৭। গ্রহ কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি? (What is Planet in Bengali)

৮। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।

৯। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?

১০। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)

১১। ধূমকেতু কাকে বলে? What is Comet in Bengali?