নক্ষত্র পতন কাকে বলে? জ্যোতিষ্ক বলতে কী বোঝায়?

রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোন নক্ষত্র এইমাত্র খসে পড়ছে। এই ঘনটাকে নক্ষত্র পতন বলে। এরা প্রকৃতপক্ষে কোন নক্ষত্র নয়। এদের নাম উল্কা। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে উঠে।


জ্যোতিষ্ক বলতে কী বোঝায়?

মহাকাশের দিকে তাকালে আমরা চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি অসংখ্য আলোকবিন্দু দেখতে পাই, এগুলোকে জ্যোতিষ্ক বলে।

মহাকাশের জ্যোতিষ্কগুলোকে সাধারণত সাত ভাগে ভাগ করা যায়। যথা–

  • নক্ষত্র
  • গ্রহ
  • উপগ্রহ
  • ছায়াপথ
  • ধুমকেতু
  • নীহারিকা এবং
  • উল্কা।


আরো পড়ুনঃ-

১। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?

২। রেডিও গ্যালাক্সি কাকে বলে? (Radio galaxy in Bengali)

৩। ছায়াপথ কাকে বলে? নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি?

৪। জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্ক কত প্রকার ও কি কি?

৫। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্বের উৎপত্তি। (Universe in Bengali)

৬। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?

৭। কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bengali/Bangla?

৮। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?

৯। গ্রহ কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি? (What is Planet in Bengali)

১০। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।

১১। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)

১২। ধূমকেতু কাকে বলে? What is Comet in Bengali?