যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তাড়িত চৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি (Radio galaxy) বলে। রেডিও গ্যালাক্সিকে দু ভাগে ভাগ করা যায়।
- সাধারণ রেডিও গ্যালাক্সি
- কোয়াসার
সাধারণ রেডিও গ্যালাক্সি : যে স্বাভাবিক আলোকীয় গ্যালাক্সির দুই পাশে দুটি প্রবল রেডিও উৎস রয়েছে, এদের সাধারণ রেডিও গ্যালাক্সি বলে। এটা দেখতে অনেকটা কোনো ব্যক্তির মুখমণ্ডলের দুই পাশে দুটি কানের মতো। রেডিও ক্ষমতা উৎপাদের (output) পাল্লা হলো 1030 থেকে 1038 ওয়াট।
কোয়াসার (Quasar) : কোয়াসার হলো আধা নাক্ষত্রিক (Quasi-stellar) রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের মতো এবং এরা ক্ষমতাশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। এদের রেডিও উৎপাদ 1037 থেকে 1038 ওয়াট পাল্লার মধ্যে। কোয়াসার হলো দূরবর্তী জ্ঞাত বস্তু। এরা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে। এরা যেন মহাবিশ্বের সীমানায় রয়েছে। এরা পৃথিবী থেকে 0.9C বেগে সরে যাচ্ছে। এদের আকার খুব ছোট। এরা অতি ঘন গ্যালাক্সি গঠন করে। এদের ঘনত্ব অত্যন্ত বেশি এবং এদের মহাকর্ষ বলও অনেক বেশি। এ পর্যন্ত প্রায় ১৫০টি কোয়াসার শনাক্ত করা গেছে।
আরো পড়ুনঃ-
১। জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্ক কত প্রকার ও কি কি?
২। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?
৩। কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bengali/Bangla?
৪। ছায়াপথ কাকে বলে? নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি?
৫। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্বের উৎপত্তি। (Universe in Bengali)
৬। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?
৭। গ্রহ কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি? (What is Planet in Bengali)
৮। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?
৯। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।
১০। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)