শ্বেত বামন (White dwarf) হচ্ছে একটি সুস্থিত শ্বেত তারকা। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্ররা আস্তে আস্তে প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে। যখন নক্ষত্র দ্বিগুণ প্রসারিত হয় তখন নক্ষত্রের তাপমাত্রা হয় অর্ধেক। তাপ বিকিরণ করতে করতে একসময় নক্ষত্রের ইলেকট্রনগুলো অন্তর্বর্তী তাপ বর্জন তত্ত্বের বিকর্ষণের দ্বারা শোষিত হয় এবং সংকুচিত হয়ে যায়। ফলে নক্ষত্রের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। এইরূপ নক্ষত্রকেই শ্বেত বামন বলে।
আরো পড়ুনঃ-
১। জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্ক কত প্রকার ও কি কি?
২। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?
৩। কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bengali/Bangla?
৫। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্বের উৎপত্তি। (Universe in Bengali)
৬। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?
৭। গ্রহ কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি? (What is Planet in Bengali)
৮। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?
৯। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।
১০। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)
১১। ধূমকেতু কাকে বলে? What is Comet in Bengali?