চন্দ্রগ্রহণ : পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করার পাশাপাশি সূর্যের চারিদিকেও নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে করতে কোন এক পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে এসে পৌঁছায়। ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদকে দেখা যায় না। এ অবস্থাকে চন্দ্রগ্রহণ বলে।
সূর্যগ্রহণ : চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে কোন এক অমাবস্যা তিথিতে সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পৌঁছায়। এমতাবস্থায় সূর্যের আলো চাঁদ দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে। ফলে সূর্যকে দেখা যায় না। এ অবস্থাকে সূর্যগ্রহণ বলে।
আরো পড়ুনঃ-
১। জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্ক কত প্রকার ও কি কি?
২। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?
৩। কৃষ্ণবিবর কি? What is Blackhole in Bengali/Bangla?
৫। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্বের উৎপত্তি। (Universe in Bengali)
৬। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?
৭। গ্রহ কাকে বলে? গ্রহ কয়টি ও কি কি? (What is Planet in Bengali)
৮। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?
৯। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।
১০। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)