টেসলা কাকে বলে? কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে কি বুঝায়?

টেসলা কাকে বলে?

যে চৌম্বকক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 ms–1 বেগে গতিশীল হলে 1N বল লাভ করে সেই চৌম্বকক্ষেত্রের মানকে 1 টেসলা বলে।


কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে কি বুঝায়?

কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে বুঝায়:

i. উক্ত চৌম্বকক্ষেত্রের সাথে লম্ব বরাবর স্থাপিত কোনো তলের প্রতি 1m2 ক্ষেত্রফলের মধ্য দিয়ে 5Wb চৌম্বক ফ্লাক্স অতিক্রান্ত হবে।

ii. উক্ত চৌম্বকক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1C চার্জ 1ms-1 বেগে গতিশীল হলে তা 5N বল অনুভব করবে।


আরো পড়ুনঃ-

১। তড়িৎ ধারক কি? What is Electric Capacitor in Bengali?

২। পোস্ট অফিস বক্স কি? What is Post Office Box in Bengali/Bangla?

৩। সমবিভব তল কাকে বলে? সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে না কেন?

৪। পরিবর্তী রোধ কি?

৫। জেনার বিভব (Zener Voltage) কাকে বলে?

৬। p টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি না- ব্যাখ্যা কর।

৭। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি?

৮। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?

৯। ওহম মিটার কি? What is an Ohmmeter in Bengali/Bangla?

১০। তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?

১১। জুলের তাপীয় ক্রিয়া কাকে বলে?

১২। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?

১৩। তড়িৎক্ষেত্র ও সুষম তড়িৎক্ষেত্র কাকে বলে?

১৪। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।

১৫। চার্জের তল ঘনত্ব কী? তড়িৎ প্রাবল্য কাকে বলে? ব্যাখ্যা করো।

১৬। হারানো বিভব কি?