হারানো বিভব কি?

একটি বর্তনীতে তড়িৎ কোষ দ্বারা তড়িচ্চালক শক্তি সরবরাহ করে তড়িৎ চালনা করা হলে, বহিঃবর্তনীতে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালানোর জন্য যেমন তড়িৎ শক্তি ব্যয় হয় অর্থাৎ বিভব পতন হয় ঠিক তেমনি কোষের মধ্য দিয়েও তড়িৎ চালনা করার জন্য তড়িৎ শক্তি দরকার। অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কিছু বিভব পতন হয়। এ কারণে বহিঃবর্তনীর রোধের সমান্তরালে ভোল্টমিটার লাগালে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য ভোল্টমিটারের পাঠ কোষের তড়িচ্চালক শক্তির চেয়ে কিছু কম পাওয়া যায়। অতএব, কোষের তড়িচ্চালক শক্তি এবং বহিঃবর্তনীর রোধের বিভব পার্থক্যের মধ্যে যে তারতম্য দেখা যায় তাই হলো হারানো বিভব।


আরো পড়ুনঃ-

১। তড়িৎ ধারক কি? What is Electric Capacitor in Bengali?

২। পোস্ট অফিস বক্স কি? What is Post Office Box in Bengali/Bangla?

৩। সমবিভব তল কাকে বলে? সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে না কেন?

৪। পরিবর্তী রোধ কি?

৫। জেনার বিভব (Zener Voltage) কাকে বলে?

৬। p টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি না- ব্যাখ্যা কর।

৭। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি?

৮। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?

৯। ওহম মিটার কি? What is an Ohmmeter in Bengali/Bangla?

১০। তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?

১১। জুলের তাপীয় ক্রিয়া কাকে বলে?

১২। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?

১৩। তড়িৎক্ষেত্র ও সুষম তড়িৎক্ষেত্র কাকে বলে?

১৪। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।

১৫। চার্জের তল ঘনত্ব কী? তড়িৎ প্রাবল্য কাকে বলে? ব্যাখ্যা করো।

১৬। টেসলা কাকে বলে? কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে কি বুঝায়?