দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো :
দ্রুতি
১. সরল বা বক্রপথে একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি।
২. দ্রুতি একটি স্কেলার রাশি।
৩. শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়।
৪. বেগের মানই হলো দ্রুতি।
৫. স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।

বেগ
১. নির্দিষ্ট দিকে একক সময়ের অতিক্রান্ত দূরত্বই বেগ।
২. বেগ একটি ভেক্টর রাশি।
৩. মান ও দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়।
৪. নির্দিষ্ট দিকে দ্রুতিই হলো বেগ।
৫. ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।


আরো পড়ুনঃ-

১। সরল দোলন গতি কাকে বলে? সরল দোলন গতির উদাহরণ, বৈশিষ্ট্য ও ব্যবহার।

২। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

৩। রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?

৪। দ্রুতি কি? দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির মাত্রা এবং একক কি?

৫। পর্যাবৃত্ত গতি (Periodic motion) কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ।

৬। বৃত্তীয় গতি কাকে বলে? সুষম ও অসম বৃত্তীয় গতি কাকে বলে?

৭। মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে?

৮। মুক্তিবেগ কাকে বলে? রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?

  1. Thank you too much for giving me the difference between Velocity and speed

    ReplyDelete