মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে?

কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে, বস্তুর গতি বিশুদ্ধ চলন গতি বা ঘূর্ণন গতি নয় কিন্তু উভয় গতির সমন্বয়, তাহলে বস্তুর এরূপ গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলে। যেমন –
(i) চলন্ত গাড়ির চাকার ঘূর্ণনের সঙ্গে সঙ্গে চাকার ঘূর্ণন অক্ষ চলনগতি সম্পন্ন হবে।
(ii) পৃথিবীর আহ্নিক গতিতে অক্ষের চারদিকে ঘূর্ণন হয়, কিন্তু বার্ষিক গতিতে ঘূর্ণন  অক্ষের চলনগতি হয়।

আরো পড়ুনঃ-

১। সরল দোলন গতি কাকে বলে? সরল দোলন গতির উদাহরণ, বৈশিষ্ট্য ও ব্যবহার।

২। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

৩। রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?

৪। দ্রুতি কি? দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির মাত্রা এবং একক কি?

৫। পর্যাবৃত্ত গতি (Periodic motion) কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ।

৬। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

৭। বৃত্তীয় গতি কাকে বলে? সুষম ও অসম বৃত্তীয় গতি কাকে বলে?

৮। মুক্তিবেগ কাকে বলে? রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?