আমরা জানি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। কম্পনের সময় সুরশলাকার যেকোনো বাহু কম্পনের পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে গমন করে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে। ফলে স্পন্দন গতির সংজ্ঞানুসারে, কম্পনশীল সুরশলাকার গতি স্পন্দন গতি।
আরো পড়ুনঃ-
১। সরল দোলন গতি কাকে বলে? সরল দোলন গতির উদাহরণ, বৈশিষ্ট্য ও ব্যবহার।
২। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?
৩। রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?
৪। দ্রুতি কি? দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির মাত্রা এবং একক কি?
৫। পর্যাবৃত্ত গতি (Periodic motion) কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ।
৬। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?
৭। মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে?