রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?

যদি কোনো বস্তুর গতি দিক পরিবর্তন না করে তবে তাকে রৈখিক গতি বলে। কোনো বস্তুর গতি যদি একটি সমতলে পরিবর্তন হতে পারে তবে তাকে দ্বিমাত্রিক গতি বলে। আবার বস্তুর গতি যদি যেকোনো দিকে পরিবর্তিত হতে পারে তবে সেই বস্তুর গতিকে ত্রিমাত্রিক গতি বলে।


আরো পড়ুনঃ-

১। সরল দোলন গতি কাকে বলে? সরল দোলন গতির উদাহরণ, বৈশিষ্ট্য ও ব্যবহার।

২। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

৩। বৃত্তীয় গতি কাকে বলে? সুষম ও অসম বৃত্তীয় গতি কাকে বলে?

৪। দ্রুতি কি? দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির মাত্রা এবং একক কি?

৫। পর্যাবৃত্ত গতি (Periodic motion) কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ।

৬। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

৭। মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে?

৮। মুক্তিবেগ কাকে বলে? রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?