আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলােকে রূপান্তরিত শিলা (Metamorphic rock) বলে। যেমন– কয়লা, কোয়ার্টজ, মার্বেল, গ্রাফাইট ইত্যাদি।
রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য
- রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে।
- রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন।
- এ শিলা অত্যধিক কঠিন বলে সহজে ক্ষয় হয় না।
আরো পড়ুনঃ-
১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali
২। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?
৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali
৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali
৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?
৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?