পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা কিভাবে তৈরি হয়? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

যে শিলা পলি সঞ্চিত হয়ে গঠিত হয় তাকে পাললিক শিলা (Sedimentary rock) বলে।

জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার, উত্তাপ, বৃষ্টি, হিমবাহ, নদী, ঝড়, সমুদ্রস্রোত, জলোচ্ছ্বাস ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে কাঁকর, নুড়ি, বালিকণায় পরিণত হয়। এরূপে ক্ষয়িত শিলাকণা নদীপ্রবাহ ও বায়ুপ্রবাহ দ্বারা বাহিত হয়ে হ্রদ, সাগর বা মহাসাগরের তলদেশে পলি বা তলানিরূপে স্তরে সঞ্চিত হয়। ভূগর্ভের নিচের উত্তাপ, নানাবিধ উদ্ভিদদেহের রাসায়নিক ক্রিয়ায় ও উপরের পানির চাপে নিম্নস্তরে সঞ্চিত তলানি জমাট বেঁধে শিলায় পরিণত হয়, যাকে পাললিক শিলা বলে।


পাললিক শিলার বৈশিষ্ট্য
পাললিক শিলার বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো–
  1. পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়।
  2. স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় বলে এটি স্তর বিশিষ্ট শিলা।
  3. এটি নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
  4. এটি জীবাশ্মযুক্ত।
  5. এটির গঠন প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে।
  6. জলভাগের তলদেশে এ জাতীয় শিলার সৃষ্টি হয় বলে এর মধ্যে তরঙ্গ চিহ্ন দেখা যায়।

আরো পড়ুনঃ-

১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali

২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।

৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

৬। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

৭। পর্বত ও মালভূমির পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?