পর্বত ও মালভূমির পার্থক্য কি?

পৃথিবী পৃষ্ঠের উপর সৃষ্ট ভূমিরূপগুলিকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বন্ধুরতা, ঢাল, শিলার গঠন প্রভৃতির উপর ভিত্তি করে মূলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা - পর্বত, মালভূমিসমভূমি। এখানে পর্বত ও মালভূমির মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো।

পর্বত ও মালভূমির পার্থক্যগুলি হল-

সংজ্ঞা

  • সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতা সম্পন্ন, বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপকে পর্বত বলে।
  • সমুদ্র তল থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট, ঢেউখেলানো উঁচু ভূমিরূপকে মালভূমি বলে।

উচ্চতা

  • সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট ভূমিরূপগুলি পর্বত নামে পরিচিত।
  • মালভূমি অঞ্চলগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা সম্পন্ন হয়ে থাকে।

উদাহরণ

  • হিমালয়, আন্দিজ, রকি, আল্পস প্রভৃতি পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।
  • ডেকান ট্র্যাপ, ছোটনাগপুর, তিব্বত মালভূমি প্রভৃতি মালভূমির উদাহরণ।

প্রকৃতি

  • পর্বতগুলি সাধারণত একটানা অবস্থান করে।
  • মালভূমি হল বিস্তীর্ণ উচ্চভূমি।

উপত্যকার প্রকৃতি

  • পার্বত্য অঞ্চলের উপত্যকাগুলি গভীর ও সরু হয়।
  • মালভূমি অঞ্চলে উপত্যকাগুলি মূলত অগভীর ও প্রশস্ত হয়।

খনিজ সম্পদ

  • পার্বত্য অঞ্চলে প্রাপ্ত খনিজ সম্পদের পরিমাণ তুলনামূলক ভাবে অনেক কম।
  • মালভূমি অঞ্চলে বিপুল পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়।

নদ-নদী

  • পার্বত্য অঞ্চলে নদীগুলিতে সারাবছর জল প্রবাহ বজায় থাকে বলে, এগুলি নিত্যবহ প্রকৃতির হয়।
  • মালভূমি অঞ্চলে নদী গুলি বৃষ্টির জলে পুস্থ বলে সারাবছর জল থাকে না, তাই নদীগুলি অনিত্যবহ হয়।

জলবায়ু

  • পার্বত্য অঞ্চলের উচ্চতা অধিক হওয়ায় জলবায়ু শীতল প্রকৃতির হয়।
  • মালভূমি অঞ্চল গুলির জলবায়ু রুক্ষ্ম ও শুষ্ক প্রকৃতির হয়।

চূড়ার প্রকৃতি

  • পর্বতের চূড়া গুলি তীক্ষ্ম ও উঁচু হয়।
  • মালভূমির শৃঙ্গ বা চূড়া থাকে না। 

সৃষ্টির কারণ

  • ভাঁজ, চ্যুতি ও অগ্ন্যুৎপাতের ফলে পর্বতের সৃষ্টি হয়ে থাকে।
  • অগ্ন্যুৎপাত, টেকটনিক কার্যাবলী, এমনকি কিছু বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে মালভূমির সৃষ্টি হয়।

আরো পড়ুনঃ-

১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali

২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।

৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

৭। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?