মেসোবিরতির ওপরের অংশকে তাপমণ্ডল (Thermosphere) বলে। এটি থার্মোস্ফিয়ার নামেও পরিচিত। এ স্তর গামা রশ্মি ও এক্স-রে শোষণ করে নেয়। এছাড়া এ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।
তাপমণ্ডলের বৈশিষ্ট্য
তাপমণ্ডলের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো–
- এই স্তরটি প্রায় বায়ুশূন্য।
- এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে।
- এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে।
আরো পড়ুনঃ-
১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali
২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।
৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali
৪। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?
৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?
৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?