তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?

তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

  • তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আয়নের স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। অন্যদিকে, ইলেকট্রনীয় পরিবাহীতে মুক্ত ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়।
  • তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে রাসায়নিক পরিবর্তন ঘটে। কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহীতে রাসায়নিক পরিবর্তন ঘটে না।
  • তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহী শুধু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে।
  • তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়।

আরো পড়ুনঃ-

১। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?

২। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।

৩। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?

৪। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৫। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।

৬। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

৭। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

৮। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

৯। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

১০। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?