মোলার পরিবাহিতা : কোনো দ্রবণের যত ঘন সে.মি. তে এক মোল তড়িৎবিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে তাকে দ্রাবণটির আপেক্ষিক পরিবাহিতার দ্বারা গুণ করলে যে পরিবাহিতা পাওয়া যায় তাকেই দ্রবণটির মোলার পরিবাহিতা বলে। মোলার পরিবাহিতা, µ = 1000/C × K।
তুল্য পরিবাহিতা : যেকোনো ঘনমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের এক গ্রাম তুল্য হতে উৎপাদিত সকল আয়নধারী দ্রবণের সম্পূর্ণ অংশ যদি এক সে.মি. দূরত্বে স্থাপিত দুটি বৃহৎ তড়িদদ্বারের মধ্যে রাখা যায় তবে উক্ত দ্রবণ যে পরিবাহিতা সৃষ্টি করে তাকে তুল্য পরিবাহিতা বলে। তুল্য পরিবাহিতা, λ = 100/C × K [যেখানে K হলো ঘনমাত্রা]।
আরো পড়ুনঃ-
১। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?
২। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।
৩। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?
৪। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?
৫। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।
৬। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?
৭। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।
৮। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।
৯। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?
১০। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?
১১। ল্যাম্বার্টের সূত্র কি? What is Lambert's law in Bengali?
১২। হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে? হাইড্রোজেন ফুয়েল সেলের প্রয়োগ ও সুবিধা।
১৩। ফুয়েল সেল কি? ফুয়েল সেল এর প্রকারভেদ। What is Fuel cell in Bengali?