দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।

দ্রাব্যতা (Solubility) : কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি ১০০ গ্রাম দ্রাবকে দ্রবের যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয় তাকে ঐ তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা বলে।
দ্রাব্যতা গুণফল (Solubility Product) : কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহ যখন অদ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের সাথে সাম্যাবস্থায় থাকে তখন এর ধনাত্মক ও ঋণাত্মক আয়নদ্বয়ের যথোপযুক্ত ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে সংশ্লিষ্ট লবণের দ্রাব্যতা গুণফল বলে।

দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।

  • প্রতি ১০০ গ্রাম পানিতে বা কোনো দ্রাব্যকে গ্রামে প্রকাশিত ওজনে সর্বোচ্চ যে পরিমাণ কোনো দ্রব্য দ্রবীভূত করা যায়, তাকে ঐ দ্রব্যের দ্রাব্যতা (S) বলে। কিন্তু কোনো স্বল্প দ্রবণীয় পদার্থ হতে উৎপন্ন সকল আয়নের ঘনমাত্রা (উপযুক্ত ঘাত বিশিষ্ট) সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুনফল (Ks) বলা হয়।
  • দ্রাব্যতা সকল প্রকার পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দ্রাব্যতা গুণফল কেবল স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
  • দ্রাব্যতা সমআয়নের (Common ion) প্রভাবে পরিবর্তিত হয়। কিন্তু দ্রাব্যতা গুণফল সমআয়নের প্রভাবে পরিবর্তিত হয় না।
  • উভয় রাশিই তাপমাত্রার দ্বারা সমানভাবে প্রভাবিত হয়।

আরো পড়ুনঃ-

১। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?

২। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?

৩। চেইন বিক্রিয়া (Chain Reaction) কি? চেইন বিক্রিয়া কত প্রকার ও কি কি?

৪। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৫। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।

৬। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

৭। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

৮। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

৯। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

১০। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?