প্রতিপাদ স্থান কাকে বলে? ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

ভূপৃষ্ঠের কোন বিন্দু হতে পৃথিবীর কোন কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে ভূপৃষ্ঠের অপর দিকে যে বিন্দুতে স্পর্শ করে, তাকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে। অর্থাৎ ভূ-গোলকের ব্যাসের এক প্রান্তের বিন্দুকে অপর প্রান্তের প্রতিপাদ স্থান বলে। প্রতিপাদ স্থান দুটি সম্পূর্ণরূপে একে অন্যের বিপরীত দিকে থাকে। এদের মধ্যে দ্রাঘিমান্তর হয় ১৮০°।

কোন স্থানের অক্ষাংশ যত ডিগ্রি, এর প্রতিপাদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবে। স্থান দুটি একটি নিরক্ষরেখার উত্তরে ও অপরটি দক্ষিণে অবস্থিত হবে। একটি স্থানের অক্ষাংশ ৭০° উত্তর হলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ ৭০° দক্ষিণ হবে।

ঢাকার প্রতিপাদ স্থান : ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।


আরো পড়ুনঃ-

১। উত্তর অয়নান্ত ও দক্ষিণ অয়নান্ত কাকে বলে?

২। সাময়িক বায়ু কাকে বলে? কত প্রকার ও কী কী?

৩। নক্ষত্র কাকে বলে? নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি?

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

৭। পর্বত ও মালভূমির পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?

৯। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

১০। অনুসূর কাকে বলে? ব্যাখ্যা করো।

১১। মালভূমি কাকে বলে? মালভূমি কত প্রকার?