স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য নিচে দেওয়া হলো–
অস্থায়ী খরতা
- ধাতুর বাইকার্বনেট লবণের জন্য হয়ে থাকে।
- অস্থায়ী খরতা দ্রুত অপসারিত করা যায়।
- তাপ দিলে অস্থায়ী খরতা দূর হয়।
স্থায়ী খরতা
- ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণের জন্য হয়ে থাকে।
- স্থায়ী খরতা দূর করা বেশ কঠিন।
- তাপ দিলে স্থায়ী খরতা দূর হয় না।
আরো পড়ুনঃ-
২। প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক কাকে বলে?
৪। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?
৫। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।
৬। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?
৭। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?
৮। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।
৯। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?
১০। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।
১১। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।