মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?

মজুরি হলো শ্রমিকের দাম। কোনো শ্রমিক তাঁর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে যে পারিশ্রমিক পান, তাকে মজুরি বলে। অর্থনীতিবিদ কে কে ডুয়েট এ বিষয়ে বলেন, ‘শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয়, তাকেই মজুরি বলা হয়।’
অর্থনীতিবিদ ওরলের মতে, ‘দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের অবদানের পরিপ্রেক্ষিতে যে পারিতোষিক দেওয়া হয়, তা-ই মজুরি।’
সুতরাং বলা যায়, উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক তাঁর দৈহিক ও মানসিক শ্রমের বিনিময়ে বিনিয়োগকারীর কাছ থেকে যে পারিশ্রমিক পান, তাকেই মজুরি বলে। মজুরি দুই প্রকার। যথা:
  1. আর্থিক মজুরি ও
  2. প্রকৃত মজুরি।
১. আর্থিক মজুরি : কোন শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশ গ্রহণ করে অর্থের হিসাবে যে মজুরি বা বেতন পায়, তাকে আর্থিক মজুরি বলে।
২. প্রকৃত মজুরি : একজন শ্রমিক তাঁর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে মজুরি হিসেবে যে পরিমাণ অর্থ লাভ করেন, তার দ্বারা যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবা ক্রয় করতে পারে, তাদের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।
অর্থাৎ প্রকৃত মজুরি = আর্থিক মজুরি + অন্যান্য সুযোগ-সুবিধা। সংক্ষেপে আর্থিক মজুরির ক্রয়ক্ষমতাকে প্রকৃত মজুরি বলা যায়।
প্রকৃত মজুরিকে w/p প্রকাশ করা হয়।
এ ক্ষেত্রে w = আর্থিক মজুরি, p = দামস্তর।

আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?