জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

জাবেদা ও খতিয়ান উভয়ই হিসাব চক্রের দুইটি ধাপ। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযােগী। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপণ সহজ হয়। জাবেদা ও খতিয়ান প্রতুতে ব্যবহৃত ছকের মাঝে যথেষ্ট অমিল রয়েছে। জাবেদায় শুধু লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করা হয়, অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মােট ডেবিট ও মােট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বইরূপ কাজ করে।


আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?